প্রথম উপসাগরীয় যুদ্ধ: ২ আগস্ট, ১৯৯০ ইরাকি বাহিনী কুয়েত - ম হামলা করে এবং মাত্র ২ দিনের মধ্যে দেশটির সমস্ত অঞ্চলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এ সময় কুয়েতের আমীর ছিলেন শেখ জাবের আল আহমেদ আল সাবাহ। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ এ আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশসহ ৩৫টি দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পারস্য উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯৯১ সালের ১৭ জানুয়ারি বহুজাতিক বাহিনী ইরাক ও কুয়েতে বিমান হামলা শুরু করে। কুয়েত মুক্ত করার কথিত ওই অভিযানের নাম দেয়া হয়েছিল 'মরুভূমির ঝড়' (Desert Storm)। ৩৮ দিন ধরে বিমান হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট * সিনিয়র বুশ সরকারের নির্দেশে ১৯৯১ সালের ২৪ ফেব্রুয়ারি স্থল অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। কুয়েত থেকে ইরাকি সেনা তাড়িয়ে দেয়ার লক্ষ্যে পরিচালিত এ অভিযানের নাম দেয়া হয় মরুভূমির তরবারি বা ডেজার্ট সোর্ড। মাত্র চার দিনেই কুয়েতকে ইরাকি সেনাদের হাত থেকে মুক্ত করে বহুজাতিক বাহিনী। ইরাক ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমস্ত প্রস্তাবগুলো মেনে নিয়ে যুদ্ধ-বিরতিতে সম্মত হয়। এভাবেই স্বল্প সময়ের অভিযানে কুয়েতকে দখলমুক্ত করে বহুজাতিক বাহিনী।