দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ

দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ: ২০০৩ সালের ২০ মার্চ ইরাকের কাছে গণবিধ্বংসী (Weapons for Mass Destruction - WMD) অস্ত্র রয়েছে এমন অভিযোগে ইঙ্গ-মার্কিন জোট ইরাকে অভিযান শুরু করে। 'সন্ত্রাস বিরোধী' এ অভিযানের সাংকেতিক নাম ছিল Operation Iraqi Freedom। ইঙ্গ-মার্কিন বাহিনীর আক্রমণে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটে। ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন টমি ফ্রাংক। মার্কিন অভিযানের কয়েক মাসের মধ্যেই সেখানকার আমেরিকানদের পরিচালিত কারাগারগুলোতে বন্দীদের নির্যাতনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দেয়। এর মধ্যে সবচাইতে আলোচিত ছিল ইরাকের রাজধানী বাগদাদের উপকণ্ঠে অবস্থিত 'আবু গারিব' নামের একটি কারাগারের বন্দী নির্যাতনের ঘটনা।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক