গোয়েন্দা সংস্থা

গোয়েন্দা সংস্থা (Intelligence Agencies)

দেশগোয়েন্দা সংস্থা
যুক্তরাষ্ট্র
  • Central Intelligence Agency (C.LA) 

      ✓ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এর সদর দপ্তর অবস্থিত।

  • Defense Intelligence Agency-DIA 
  • Federal Bureau of Investigation (FBI)
  • Fairfax (ফেয়ার ফ্যাক্স)

        ✓ যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা।

যুক্তরাজ্য
  • Secret Intelligence Service (SIS)/ Military Intelligence, Section 6 (MI6)
  • Security Service/Military Intelligence, Section 5 (MI5)
জাপান
  • Naicho (নাইচো)
মিশর• Mukhabarat (মুখবরাত)
ইসরায়েল

•Mossad (মোসাদ)

• Aman (আমান)

•Shabak (সাভাক)

ভারত•Research and Analysis Wing-RAW (দ্য রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং)
পাকিস্তান•Inter-Services Intelligence-ISI (ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স
ইরান•VEVAK (ভিভাক)
চীন•Ministry of State Security -MSS (মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি)
রাশিয়া

সোভিয়েত ইউনিয়নের প্রধান গোয়েন্দা সংস্থা ছিল KGB। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে KGB ভেঙ্গে গঠিত হয়-

  • Federal Security Service FSB - (ফেডারেল সিকিউরিটি সার্ভিস)
  • Foreign Intelligence Service - SVR (ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস)
ফ্রান্স• General Directorate for External Security (DGSE)
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক