শিল্পকলা

শিল্পকলা 

 সৃষ্টিশীল কিছু কাজ সংস্কৃতির বিচারে গুরুত্বপূর্ণ। কারণ এ সব কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল  প্রতিভার পরিচয়। পাওয়া যায়। এগুলোকে আমরা বলি শিল্পকলা।

  বিভিন্ন দেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের কিছু উদাহরণ নিম্নরূপ- 

•  ইকেবানাঃ ফুল সাজানোর শৈল্পিক জাপানি রীতি।

  অরিগামি: একটি জাপানী ঐতিহ্য। একটি বর্গাকার কাগজকে কোনো কিছুর সাহায্য ছাড়াই নানান ভাঁজে              ভাঁজ করার মাধ্যমে নির্দিষ্ট একটি জিনিসের আকৃতি প্রদান করাই হলো অরিগামি। 

সুশি ও সাশিমী জাপানীদের প্রিয় খাবার।

 • সামুরাই: জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানী যোদ্ধা 'সামুরাই' হিসেবে                পরিচিত। 

নটিংহাম কার্নিভাল: কোনো এক বিশেষ দিনে, কোনো বিশেষ উপলক্ষে ইচ্ছেমতো মজার পোশাক পরে রাস্তায়   মিছিল করে, হৈ-হুল্লোড় আর উচ্ছল আনন্দের মধ্য দিয়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, তাই এখন 'কার্নিভাল'     নামে সারা বিশ্বে পরিচিত। ১৯৬৬ সাল থেকে ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হয় ইউরোপের অন্যতম বড় কার্নিভাল 'নটিংহাম কার্নিভাল'। আগস্ট মাসে এই কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে। কার্নিভালের থিমে  থাকে জনপ্রিয় ক্যারিবিয়ান ছোঁয়া। গান, নাচ, বৈচিত্র্যময় পোশাক সব মিলিয়ে জমজমাট এই কার্নিভাল।

•  ভার্সেলিস যুদ্ধ (১৯৭৩ খ্রি.) মূলত একটি ফ্যাশান শো। এই প্রতিয়োগিতায় মার্কিন ডিজাইনাররা জয়লাভ              করে।

•  ফেজ এক ধরনের টুপি। মরক্কোর ফেজ শহর টুপির জন্য বিখ্যাত।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক