পঞ্জিকা

পঞ্জিকা

  • হিজরি বর্ষপঞ্জি

৬৩৮ খ্রিষ্টাব্দে হজরত ওমর (রা.) ইসলামি বর্ষপঞ্জি প্রবর্তন করেন। তবে তিনি হজরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরতের দিন (৬২২ খ্রিষ্টাব্দ) থেকে ইসলামি সন গণনার নির্দেশ দেন। ইসলামি বর্ষপঞ্জি (হিজরি বর্ষপঞ্জি নামেও পরিচিত) একটি চন্দ্রনির্ভর বর্ষপঞ্জি। হিজরি বর্ষপঞ্জির ব্যাপ্তিকাল ৩৫৪ বা ৩৫৫ দিন। এতে মোট ১২টি মাস আছে। হিজরি বর্ষপঞ্জির মাসগুলো যথাক্রমে নিম্নরূপ- মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ।

  • গ্রেগোরীয় বর্ষপঞ্জি (Gregorian Calendar)

গ্রেগোরীয় বর্ষপঞ্জি (পাশ্চাত্য বর্ষপঞ্জি বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি) হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্ষপঞ্জি। খ্রিষ্টাব্দ হলো যিশুখ্রিষ্টের জন্মবৎসর থেকে পরিগণিত অব্দ বা সাল। ১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগোরির এক আদেশনুসারে এই বর্ষপঞ্জির প্রচলন ঘটে। গ্রেগোরীয় বর্ষপঞ্জির ব্যাপ্তি ৩৬৫ দিন ।

                                   গ্রেগোরীয় বর্ষপঞ্জি (Gregorian Calendar)

দিনসংখ্যাগ্রেগোরীয় সনের মাস
31January, March, May, July, August, October, December
30April, June, September, November
28/29February

অধিবর্ষে (Leap Year) মোট দিন থাকে ৩৬৬। গেগ্রোরীয় বর্ষপঞ্জিতে প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে এবং বাংলা সনমতে ফাল্গুন মাসে একদিন যোগ করা হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি এবং ফাল্গুন মাস হয় যথাক্রমে ২৯ এবং ৩০ দিনে। ৪ দ্বারা বিভাজ্য বছরগুলো অধিবর্ষ ধরা হয়। যেমন; ২০১২ সাল অধিবর্ষ। তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে। যে সব বর্ষ ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়। যেমন: ১৭০০, ১৮০০, ১৯০০, ২১০০, ২২০০, ২৩০০ অধিবর্ষ নয়। আবার, ১৬০০, ২০০০, ২৪০০ প্রভৃতি অধিবর্ষ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক