দৃশ্যকলা

দৃশ্যকলা (Visual arts)

ভাস্কর্য (Sculpture) এক ধরনের শিল্পকলাবিশেষ। এটিকে অবশ্যই ত্রিমাত্রিক হতে হবে। পুতুল, মাস্ক, মাটির জিনিসপত্র ভাস্কর্যের উদাহরণ। যিনি প্রস্তরাদি, কাঠ ইত্যাদি দিয়ে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করেন, তিনি ভাস্কর রূপে জনসম্মুখে পরিচিতি লাভ করেন। মূল ভাস্কর্য নির্মাণের পূর্বে ক্ষুদ্রাকার ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয়, একে ম্যাকেট (maquette) বলে।

স্কেচ (Sketch) হলো খসড়া চিত্র।

লিথোগ্রাফি চিত্রকর্ম অঙ্কনের কৌশল যা সাধারণত পাথরের ওপর ছবি এঁকে ছাপ নেয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক