কারু ও লোকশিল্প

কারু ও লোকশিল্প (Crafts & Folk Art)

আলপনা, নকশি পিঠা, নকশি পাখা, নকশি কাঁথা, তাঁতশিল্প, শঙ্খশিল্প, কাঁসাশিল্প, মৃৎশিল্প, বেতশিল্প, দারুশিল্প, শীতলপাটি, পুতুল, সরাচিত্র, ঘটচিত্র, পটচিত্র, সখের হাঁড়ি, বাঁশ-বেতের বেড়া, পোড়ামাটির ফলকচিত্র, দা, কোদাল, হাঁড়ি, কলসি, মটকা, কাসাঁ-পিতলের অনেক জিনিস, রিক্সা, খাট-পালঙ্ক, দরজা ইত্যাদি কারু ও লোকশিল্পের অন্তর্গত।

আলপনা একধরনের লোকশিল্প এবং বলা যায় মানুষের সহজাত অভিব্যক্তি।

দারুশিল্প হচ্ছে কাঠের গায়ে খোদায় করা নকশা।

পটচিত্র: পট শব্দের প্রকৃত অর্থ হলো কাপড়। শব্দটি সংস্কৃত 'পট্ট' থেকে এসেছে। বর্তমানে এই শব্দটি ছবি, ছবি আঁকার মোটা কাপড় বা কাগজের খণ্ড ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। পটের উপর আঁকা চিত্রকে পটচিত্র বলা হয়। যারা পটচিত্র অঙ্কন করেন, তাদের পটুয়া বলা হয়।

টেরাকোটা (Terracotta) একটি লাতিন শব্দ। 'টেরা' অর্থ মাটি আর 'কোটা' অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকম দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা হয়। সেই মাটি থেকে মূর্তি, দৃশ্যাবলি তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটা ভাস্কর্য তৈরি করা হয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক