চিত্রশিল্প

চিত্রশিল্প

কামালউদ্দিন বিহয়াদ (১৪৫৫ ১৫৩৫ খ্রি.) ছিলেন পারস্যের একজন চিত্রশিল্পী।

লিওনার্দো দ্য ভিঞ্চি (১৪৫২ ১৫১৯ খ্রি.) একজন ইতালীয় - কালজয়ী চিত্রশিল্পী। তিনি সর্বপ্রথম সফলভাবে বিভিন্ন চিত্রকর্মে (যেমন: মোনালিসা এবং দ্য লাস্ট সাপার) এরিয়াল পরিপ্রেক্ষিতের ব্যবহার করেন। এরিয়াল পরিপ্রেক্ষিত মূলত দূরবর্তী কোন চিত্রকর্ম অংকনের উপস্থাপনমূলক কৌশল। বহুমুখী প্রতিভাধর ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ -এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চি ফ্লাইং মেশিনের নকশাও করেছিলেন।

মাইকেলেঞ্জেলো (১৪৭৫ ১৫৬৪ খ্রি.) রেনেসাঁস যুগের একজন। ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। তাঁর বিখ্যাত ভাস্কর্যগুলোর মধ্যে ডেভিড (David), পিয়েটা (Pietà), মোজেস (Moses) প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যাঞ্জেলো ভ্যাটিকান সিটির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপসনালয় 'সিসটিন চ্যাপেল' এ তাঁর বিখ্যাত ফ্রেসকো 'দি ক্রিয়েশন অব অ্যাডাম (The Creation of Adam) ও দ্য লাস্ট জাজমেন্ট (The Last Judgment) অঙ্কন করেন। ফ্রেসকো মূলত ম্যুরাল (দেয়াল বা ছাদে অঙ্কিত শৈল্পিক চিত্রকর্ম) এর একটি টেকনিক। লিওনার্দো দ্য ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো Renaissance man হিসেবে সুপরিচিত।

আলব্রেখট ড্যুরার (১৪৭১১৫২৮ খ্রি.) একজন বিখ্যাত জার্মান চিত্রকর।

রেমব্রান্ট ভ্যান রিন (১৬০৬ ১৬৬৯ খ্রি.) বিখ্যাত ডাচ চিত্রকর। তিনি সর্বাধিক সংখ্যক আত্মপ্রতিকৃতি অংকন করেন। 'নাইট ওয়াচ' তাঁর একটি বিখ্যাত চিত্রকর্ম।

ভিনসেন্ট ভ্যানগগ (১৮৫৩ - ১৮৯০ খ্রি.) একজন বিখ্যাত ডাচ পোস্ট-ইম্প্রেশনিজ ধারার চিত্রকর। তাঁর বিখ্যাত চিত্রকর্ম হলো - পটেটো ইটারস (The Potato Eaters), সানফ্লাওয়ার (Sunflowers, পোস্ট-ইম্প্রেশনিজ ধারা), 'The starry Night', 'Cafe Terrace at night', বেডরুম ইন আরলেস (Bedroom in Arles) প্রভৃতি।

পল সেজান (১৮৩৯-১৯০৬ খ্রি.) একজন বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী।

ক্লোদ মোনে (১৮৪০ - ১৯২৬ খ্রি.) একজন ফরাসি চিত্রকর। তাঁর বিখ্যাত চিত্রকর্ম 'ইম্প্রেশন সানরাইজ' 'Water Lilies' ইত্যাদি।

পাবলো পিকাসো (১৮৮১ ১৯৭৩ খ্রি.) ছিলেন একজন - স্পেনীয় চিত্রশিল্পী, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, ভাস্কর, কবি ও নাট্যকার। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে Guernica, The Young Ladies of Avignon, The Old Guitarist, The Weeping Woman প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। ২৬ এপ্রিল, ১৯৩৭ স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনীয় জাতীয়তাবাদী সরকারের অনুরোধে জার্মান এবং ইতালীয় যুদ্ধ বিমান উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি অঞ্চলের গোয়ের্নিকায় বোমাবর্ষণ করে। এর ফলে সেখানে ভয়াবহ গণহত্যা সংগঠিত হয় এবং প্রতিক্রিয়াস্বরূপ- পিকাসো 'গোয়ের্নিকা' চিত্রকর্মটি অংকন করেন। চিত্রকর্মটি স্পেনের রাজধানী মাদ্রিদে মিউজ়ি রিনা সোফিয়া জাদুঘরে সংরক্ষিত রয়েছে ।

হারবার্ট রিড (১৮৯৩- ১৯৬৮) বিখ্যাত ব্রিটিশ চিত্র সমালোচক।

সালভেদর দালি (১৯০৪-১৯৮৯ খ্রি.) ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী চিত্রকর। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে 'দি পারসিসটেন্স অব মেমোরি' (The Persistence of Memory), The Temptation of St. Anthony, The Elephants, Galatea of the Spheres এবং Crucifixion (Corpus Hypercubus) বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি ইম্প্রেশনিজম ধারায় শিল্পকর্ম সৃষ্টি করেছিলেন।

পরাবাস্তববাদ (Surrealism) একটি সাংস্কৃতিক আন্দোলন যা ১৯২০ এর দশকে ইউরোপে শুরু হয়। আন্ড্রে ব্রেটন, সালভেদর দালি, ম্যাক্স আর্নেস্ট এবং রেন ম্যাগরিট পরাবাস্তববাদের প্রধান শিল্পী ছিলেন।

দাদাবাদ (Dadaism) বা খেয়ালবাদ হলো প্রথম বিশ্বযুদ্ধকালে ইউরোপ এবং পরবর্তী সময়ে আমেরিকার মধ্যবিত্ত শ্রেণীর কিছুসংখ্যক শিল্পী ও সাহিত্যিকের মধ্যে উদ্ভুত এক প্রকার শিল্প ও সাহিত্য আন্দোলন। মহাযুদ্ধের বিভীষিকায় আতঙ্কগ্রস্ত ও জীবনের প্রতি বীতশ্রদ্ধ কিছু সংখ্যক সাহিত্যিক ও শিল্পী, সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে প্রচলিত সমস্ত নিয়মনীতিকে লঙ্ঘন করার চেষ্টা করেন ।

 

ফ্রিদা কাহলো (১৯০৭-১৯৫৪ খ্রি.) একজন বিখ্যাত মেক্সিকান নারী চিত্রশিল্পী। তিনি তার নারী বিষয়ক চিত্রকর্ম (আত্মপ্রতিকৃতি) এর জন্য খ্যাতি লাভ করেন।

মকবুল ফিদা হুসেন (১৯১৫ ২০১১ খ্রি.) একজন জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী। তিনি এম. এফ. হুসেন নামে অধিক পরিচিত ছিলেন। তাঁর বিখ্যাত চিত্রকর্ম হলো- ব্যাটল অব গঙ্গা এন্ড যমুনা, ব্রিটিশ রাজ, মাদারইন্ডিয়া, পঞ্চইন্দ্রিয় প্রভৃতি। তাঁকে 'ভারতের পিকাসো' বলা হয়।

অমৃতা শের-গিল (১৯১৩ - ১৯৪১ খ্রি.) ছিলেন একজন ভারতীয়- হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী। তাঁকে ভারতীয় উপমহাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ হিসাবে গণ্য করা হয় ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক