সংগীত
সংগীতের অপরিহার্য বিষয় হচ্ছে -
তাল সংগীতে গতির সমতা রক্ষা করে। সংগীতে প্রচলিত তাল হচ্ছে ত্রিতাল। এটি ষোল মাত্রার একটি তাল।
স্বর স্বরের মাধুর্যে সংগীতে সুরের সৃষ্টি হয়। সংগীতে মোট ১২টি স্বর আছে। এর মধ্যে প্রকৃত (শুদ্ধ) স্বর- ৭ টি; সারেগামাপাধানি এবং বিকৃত (কোমল ও কড়ি) স্বর ৫ টি; (কোমল) রে গা ধা নি (কড়ি) মা।
রাগসংগীতে বা উচ্চাঙ্গসংগীতে রাগরূপায়ন বা সুরের ভূমিকাই মুখ্য, কথার আবেদন গৌণ। এটি মানবচিত্তে এক ধরনের রঞ্জক ধ্বনির আবহ সৃষ্টি করে। অস্ট্রীয় সুরস্রষ্টা মোজার্টকে পাশ্চাত্য উচ্চাঙ্গ সংগীতের প্রাণপুরুষ বলা হয়।
লোকসংগীত (Folk Music) হচ্ছে লোকসাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ও জনপ্রিয় শাখা। সুদীর্ঘকাল যাবত লোকমুখে প্রচলিত এবং সমাজে নিজস্ব বলে স্বীকৃত গানগুলোকে লোকসংগীত নামে অভিহিত করা হয়। গীত, বাদ্য ও নৃত্য এই তিনের সমন্বিত রূপই হচ্ছে সংগীত। এদিক থেকে লোকগীতি, লোকবাদ্য ও লোকনৃত্য এই তিনের সমন্বিত রূপকেই লোকসংগীত বলা যায়। বাংলা লোকসংগীত অত্যন্ত বৈচিত্র্যময় যাতে ধর্মীয় (religious) ও পার্থিব (secular) উভয় বিষয়ের সমন্বয় ঘটেছে।
নৃত্য: সাম্বা এক ধরনের ব্রাজিলীয় গান ও নৃত্য।