নাটক

নাটক

Theatre (নাট্যকলা) গ্রিক শব্দ। এর অর্থ হলো ত্রিমাত্রিক । আয়তনে এক বা একাধিক ব্যক্তি কর্তৃক অপর এক বা একাধিক ব্যক্তির সামনে কোনো ক্রিয়ার উপস্থাপন। উপস্থাপনাটি হতে পারে পূর্বনির্ধারিত এবং লিখিত পাঠভিত্তিক অথবা তাৎক্ষণিক উপায়ে মৌখিকভাবে সৃষ্ট।

বিশ্ব থিয়েটার সংস্থা (International Theatre Institute - ITI) বিশ্বের বৃহত্তম নাট্যবিষয়ক সংস্থা। ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।

বিশ্ব বরেণ্য নাট্য ব্যক্তিত্ব

ভরত মুনি ভারতীয় নাট্যধারার জনক। তিনি সংস্কৃত ভাষায় নাটক রচনা, মঞ্চায়ন ও অভিনয়বিষয়ক 'নাট্যশাস্ত্র' রচনা করেছেন।

ইউজিন ও'নিল সাহিত্যে নোবেলজয়ী একজন মার্কিন নাট্যকার। তাঁর বিখ্যাত নাটক Desire Under the Elms, Mourning Becomes Electra ও Anna Christie সহ প্রভৃতি  ।

ওলো সোয়েংকা একজন নাইজেরীয় নাট্যকার ও কবি। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ-আফ্রিকান ব্যক্তি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৮৬ খ্রি.) জয় করেন।

কান্নামী এবং তাঁর পুত্র যিয়ামি ছিলেন বিখ্যাত জাপানিজ নাট্যধারা 'নো' (Noh) এর অগ্রদূত।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক