খ্রিষ্ট ধর্ম

খ্রিষ্টধর্ম 

পৃথিবীতে বর্তমানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংখ্যা সর্বাধিক। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। ১লা খিষ্টাব্দে তিনি জেরুজালেমের ১০ কি.মি. দক্ষিণে বেথেলহাম নামক স্থানে

জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম মেরি। প্যালেস্টাইন সে সময় ছিল রোম সম্রাজ্যের অধীন একটি প্রদেশ। এর অধিবাসীরা ছিল ইহুদি। ইহুদিধর্ম তখন নানা অনাচারে ভরে গিয়েছিল। যিশুখ্রিষ্ট সর্বশক্তিমান এক ঈশ্বরের উপাসনা করা ও খারাপ কাজের জন্য অনুতাপ করার আহবান জানান।

এতে ইহুদিরা ভীষণ ক্ষেপে যায়। তারা যীশুর বিরুদ্ধে দেশদ্রোহিতা ও ধর্মদ্রোহিতার অভিযোগ আনে। রোম সম্রাট অগাস্টিন সিজারের প্রতিনিধি পন্টিয়াস পাইলেট তাঁর প্রাণদণ্ডের আদেশ দেন। খ্রিষ্টধর্মাবলম্বীদের মতে, তাঁকে ক্রশবিদ্ধ করে হত্যা করা হয়।

ধর্ম সংস্কার ও প্রতিসংস্কার আন্দোলন: জার্মান বংশোদ্ভূত মার্টিন লুথার ছিলেন খ্রিষ্টধর্মের একজন বড় সংস্কারক। মার্টিন লুথারের প্রতিবাদ বা প্রোটেস্টের মাধ্যমে প্রোটেস্টান্টবাদের জন্ম হয়। ক্যাথলিকরা ব্যক্তি পোপকে মনে করে অভ্রান্ত, দোষত্রুটির উর্ধ্বে এবং বিশ্বাস করত একমাত্র যাজকদের মাধ্যমেই ঈশ্বরকে। লাভ করা যায়। অপর দিকে প্রোটেস্টান্টরা ধর্মগ্রন্থ বাইবেলকে অভ্রান্ত মনে করে এবং বিশ্বাস করে ব্যক্তি চেষ্টা করে আত্মার মুক্তি পেতে পারে। এই নিয়ে খ্রিষ্টজগত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রোটেস্টান্ট সংস্কার আন্দোলনের পর ক্যাথলিক ধর্মমতের পুনরুজ্জীবন ঘটে। বেশ কিছু অনিশ্চয়তার হাত থেকে রক্ষার লক্ষ্যে ক্যাথলিকরা নিজেদের সংশোধনের জন্য আরেকটি আন্দোলনে এগিয়ে এসেছিল। ইউরোপে এটি প্রতিসংস্কার আন্দোলনে নামে পরিচিত হয়ে উঠে। রোমের ভ্যাটিকান শহরে খ্রিষ্টান জগতের শ্রেষ্ঠ ধর্মগুরু পোপ বাস করেন। তিনি ক্যাথ লিক চার্চের প্রধান। পোপের দেহরক্ষী বাহিনীকে 'সুইস গার্ড' (Swiss Guard) বলে। 

ধর্মগ্রন্থ ও উপাসনালয়: খ্রিষ্টানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম বাইবেল। এটি হিব্রু ভাষায় রচিত হলেও পৃথিবীর বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে। খ্রিষ্টানরা গির্জায় গিয়ে উপাসনা করে। জেরুজালেম তাদের পবিত্র তীর্থস্থান এবং জর্ডান পবিত্র নদী।

উৎসব: বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিষ্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। হ্যালোইন (Halloween) উৎসব প্রতি বছর ৩১ অক্টোবর বিভিন্ন দেশে পালিত হয় পাশ্চাত্য খ্রিষ্টীয় ভোজোৎসব প্রাক্কালে। এই দিনটি নিবেদন করা হয় মৃত, সাধু (হ্যালোজ), শহিদ এবং সমস্ত বিদেহী বিশ্বাসীদের স্মরণ করে ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক