বাস্কেটবল , ওয়াটার পোলা

বাস্কেটবল

বাস্কেটবল খেলায় প্রত্যেক দলে ৫ জন খেলোয়াড় থাকে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট। কোবি ব্রায়ান্ট লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে পাঁচবার NBA চ্যাম্পিয়নশিপ জিতেন।

ওয়াটার পোলো

এক ধরনের জলক্রীড়া যা বল দ্বারা দলগতভাবে জলে খেলা হয়। খেলায় দুইটি দলের প্রতিটিতে ৬ জন মাঠ পর্যায়ের খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক