হকি
১১ জন খেলোয়াড় ও ২ জন রেফারি নিয়ে দু'টি দলের মধ্যে আয়তাকার মাঠে প্রতিদ্বন্দ্বীর গোলের নির্দিষ্ট লক্ষ্যভেদ করার উদ্দেশ্যে খেলা। খেলায় খেলোয়াড়েরা লং ও শর্ট কর্নার খেলে থাকেন। অলিম্পিকে বেশিবার হকি বিজয়ী ভারত। আন্তর্জাতিক হকিতে সর্বাধিক গোলদাতা পাকিস্তানের সোহেল আব্বাস।