কাবাডি
হা-ডু-ডু বা কাবাডি আয়তাকার মাঠে দু'টি দলের খেলা। প্রত্যেক দলে ১২ জন খেলোয়াড় থাকে কিন্তু ৭ জন খেলোয়াড় কোর্টে খেলে। কোন দল প্রতিপক্ষের ৭ জন খেলোয়াড়কেই আউট/ বাতিল করার মাধ্যমে বোনাস পয়েন্ট অর্জন করে। দম নিয়ে যে খেলোয়াড় বিপক্ষের কোর্টে হানা দেয় তাকে রেইডার বলে। কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় ভারতে।