ব্যাডমিন্টন
২১৮৭০ সালে ভারতের পুনায় ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল। স্থানীয় লোকজনের কাছে ঐ খেলা শিখে ভারতে কর্মরত ইংরেজ সৈন্যরা ছুটিতে ইংল্যান্ডে গিয়ে ব্যাডমিন্টন নামক জায়গায় একত্র হয়ে খেলাটি শুরু করেন। সে থেকে সেই জায়গার নামানুসারে ব্যাডমিন্টন খেলার নামকরণ করা হয়। ব্যাডমিন্টন কোর্টের মাপ: দ্বৈত ৪৪ ফুট × ২০ ফুট, একক ৪৪ ফুট × ১৭ ফুট। একটি - শাটল কর্কে পালকের সংখ্যা ১৬। Thomas Cup ব্যাডমিন্টন
খেলার টুর্নামেন্টের নাম