অ্যাথলেটিক্স
- জ্যামাইকার অ্যাথলেট উসাইন বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেন।
- বিশ্বখ্যাত দৌড়বিদ কার্ল লুইস যুক্তরাষ্ট্রের নাগরিক।
- প্রতি বছর ক্যান্সার গবেষণার তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতা 'টেরি ফক্স রান' হিসাবে বিবেচিত।
ম্যারাথন
২৬ মাইল ৩৮৫ গজ বা ৪২.১৯৫ কিলোমিটার দূরপাল্লার দৌড়ই বিশ্বের ঐতিহ্যবাহী 'ম্যারাথন'। ইথিওপিয়ার নাগরিক আবেদা বিকিলা ১৯৬০ সালে খালি পায়ে ম্যারাথন জয়ের বিরল কৃতিত্ব অর্জন করে।