গণমাধ্যম

গণমাধ্যম

গণমাধ্যম হচ্ছে প্রযুক্তিগত সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। অ্যাডমান্ড বার্ক সংবাদপত্রকে প্রথম 'Fourth Estate হিসেবে আখ্যায়িত করেন। গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক অঙ্গ বা স্তম্ভ ৪ টি। যথা- আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং গণ মাধ্যম (সংবাদ মাধ্যম)।

প্রকারভেদ

ক) মুদ্রণ মাধ্যম (Print Media): বই, সংবাদপত্র, ম্যাগাজিন, পোস্টার প্রভৃতি।

খ) ইলেকট্রনিক মাধ্যম (Electronic Media): সম্প্রচার মাধ্যম (রেডিও, টেলিভিশন), চলচ্চিত্র, ইন্টারনেট (ওয়েব ব্লগ, পোডকাস্ট, মোবাইল) প্রভৃতি।

সাংবাদিকতা (Journalism)

  • ১৮৭৯-৮৪ খ্রি. যুক্তরাষ্ট্রের মিশৌরি বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সাংবাদিকতা বিষয়ে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু হয়।
  • ইমবেডেড জার্নালিজম (Embedded Journalism) বাগধারাটি আলোচনায় উঠে আসে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ইরাক অভিযানের সময়। যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ সরাসরি প্রচারের জন্য সামরিক ইউনিটের সাথে সাংবাদিকদের যুক্ত এই অভিনব পদ্ধতি চালু হয়। পরাশ্রয়ের সাংবাদিকরা আশ্রয়দাতার মনোরঞ্জনের জন্য সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে 'ইমবেডেড জার্নালিজম' ।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক