মিডিয়া ব্যক্তিত্ব

মিডিয়া ব্যক্তিত্ব

লুইস বুনুয়েল স্পেনে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত মেক্সিকান চলচ্চিত্র নির্মাতা।

রুপার্ট মারডক একজন অস্ট্রেলীয়-আমেরিকান নাগরিক। তিনি বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সংবাদপত্র ও স্যাটেলাইট টিভি চ্যানেলের মালিক। তিনি বিশ্বে 'মিডিয়া মোঘল' হিসেবে পরিচিত।

টম ক্রুজ আমেরিকান চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক।

ওজি সিম্পসন একজন মার্কিন ফুটবলার ও অভিনেতা। সম্ভাবনাময় এই অভিনেতা এক সময় জড়িয়ে পড়েন হত্যা, অপহরণ এবং ডাকাতির মতো ভয়ংকর অপরাধে।

ল্যারি কিং বিখ্যাত মার্কিন টেলিভিশন এবং বেতার উপস্থাপক। তিনি ছিলেন পেশায় একজন সাংবাদিক। ল্যারি কিং লাইভ অনুষ্ঠানটি সিএনএন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হতো।

জামাল আহমেদ খাসোগি ছিলেন সৌদি সম্ভ্রান্ত বংশের ছেলে এবং রাজপরিবারের ঘনিষ্ঠ সাংবাদিক। তিনি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও 'আল- আরব নিউজ চ্যানেল' এর প্রধান সম্পাদক ছিলেন। সময় গড়ানোর সাথে সাথে জামাল খাসোগি অতি রক্ষণশীল দেশটির শাসক পরিবার, বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচকে পরিণত হন। যুগ যুগ ধরে সৌদিতে যে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা চলে আসছিল তিনি তা সংস্কারের পক্ষে ছিলেন। এজন্য তাকে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে যেতে হয়। ২ অক্টোবর, ২০১৮ জামাল খাসোগি ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢুকেছিলেন কিন্তু সেখান থেকে তিনি আর বের হননি। কনস্যুলেটে ঢোকার পরপরই তাকে মেরে ফেলা হয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক