The Elizabethan Period (1558-1603)

Titles of the Age:

Golden Period of English Literature/Drama

A nest of singing birds (গায়ক পাখির বাসা)

এ যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • Queen Elizabeth (I) এর নামানুসারে এ যুগের নামকরণ করা হয় ।
  • তিনি ১৫৩৩ সালে জন্মগ্রহণ করেন। তাকে Virgin Queen বলা হয় ।
  • তিনি টিউডর বংশের রাজা Henry (VIII) ও রানী Anne Boleyn এর কন্যা ছিলেন।

এলিজাবেথের বয়স যখন আড়াই বছর তখন তার মা এনি বোলিনকে বিশ্বাসঘাতকতা ও চরিত্রহীনতার মিথ্যা অভিযোগেশিরশ্ছেদ করে হত্যা করা হয় এবং এলিজাবেথকে অবৈধ সন্তান হিসেবে ঘোষণা করা হয়।

এই শতকে (রেনেসাঁর যুগে) খ্রিস্টান ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে :

(a) Catholic / Papist: ধর্মগুরু Pope এর অনুসারী

(b) Protestant: Against the Pope (পোপবিরোধী)

  • জার্মানির ধর্ম সংস্কারক Martin Luther এবং Switzerland এর Calvin এবং Zwingli তৎকালীন Pope ও ধর্মযাজকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে Protest করেছিলেন। তাই তাদের অনুসারীদের Protestant বলা হয় ।
  • রাজা Henry (VIII) তার personal advantage (তথা দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিষয়) এর জন্য England এ Protestantism চালু করেন। ফলে England এ Civil War শুরু হয়। রানী Elizabeth ১৫৫৮ সালে ক্ষমতায় এসে religious problems দূর করার জন্য Anglicanism* চালু করার মাধ্যমে Civil War এর সমাপ্তি ঘটান ।
  • Anglicanism means England's own church.
Reference: A hand book on English literature