সৌরজগতের গ্রহ

সূর্যের ৮টি গ্রহ আছে। সূর্য হতে দূরত্ব অনুযায়ী গ্রহগুলো যেভাবে সাজানো রয়েছে সেগুলো নিচে বর্ণনা করা হল। যথা- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ২০০৬ সালের ২৪ আগস্ট প্লুটো গ্রহের মর্যাদা হারায়। প্লুটোকে বর্তমানে 'বামন গ্রহ' (dwarf planet) এর মর্যাদা দেওয়া হয়। বর্তমানে সৌরজগতের পাঁচটি বামন গ্রহ আছে। যথা- সেরেস, প্লুটো, হাউমিয়া, মেকমেক এবং এরিস। পৃথিবী ছাড়া সৌরজগতের অন্য সকল গ্রহের নাম গ্রিক বা রোমান দেবতার নাম হতে। 

সৌরজগতে বিভিন্ন গ্রহের উপগ্রহের সংখ্যা এবং তাদের বৈশিষ্ট্য ভিন্ন।

গ্রহ ও তাদের প্রধান উপগ্রহঃ

  1. বুধ (Mercury): কোনো উপগ্রহ নেই।
  2. শুক্র (Venus): কোনো উপগ্রহ নেই।
  3. পৃথিবী (Earth): একমাত্র উপগ্রহ চাঁদ (Moon)।
  4. মঙ্গল (Mars): দুটি উপগ্রহ: ফোবোস (Phobos) এবং ডিমোস (Deimos)।
  5. বৃহস্পতি (Jupiter): ৯৫টি উপগ্রহ, প্রধান উপগ্রহ: আইও (Io), ইউরোপা (Europa), গ্যানিমিড (Ganymede) এবং ক্যালিস্টো (Callisto)।
  6. শনি (Saturn): ১৪৬টি উপগ্রহ, প্রধান উপগ্রহ: টাইটান (Titan), এনসেলাডাস (Enceladus), এবং রিয়া (Rhea)।
  7. ইউরেনাস (Uranus): ২৭টি উপগ্রহ, প্রধান উপগ্রহ: মিরান্ডা (Miranda), এরিয়েল (Ariel), উম্ব্রিয়েল (Umbriel), টাইটানিয়া (Titania)।
  8. নেপচুন (Neptune): ১৪টি উপগ্রহ, প্রধান উপগ্রহ: ট্রাইটন (Triton)।
  9. প্লুটো (বামন গ্রহ): ৫টি উপগ্রহ, প্রধান উপগ্রহ: চারন (Charon)
Reference: