সৌরজগতের উপগ্রহ

বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই । পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ আছে। যথা- ফোবোস এবং ডিমোস। সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনি গ্রহের (৮২টি)। বৃহস্পতি গ্রহের উপগ্রহ ৭৯ টি। সৌরজগতের উপগ্রহ আকারের ক্রমানুসারে : গ্যানিমেড (বৃহস্পতি) > টাইটান (শনি) > ক্যালিস্টা (বৃহস্পতি) > লো (বৃহস্পতি) > চাঁদ (পৃথিবী)

চাঁদঃ 

পৃথিবী হতে চাঁদের দূরত্ব গড়ে ২,৩৮,৮৫৫ মাইল বা ৩,৮৪,৪০০ কি.মি. । আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে প্রায় ১.৩ সেকেন্ড সময় লাগবে । আয়তন এবং ব্যাসে পৃথিবী চাঁদের চেয়ে যথাক্রমে ৫০ গুণ এবং ৪ গুণ বড়। চাঁদ প্রতি ২৭.৩২ দিনে (২৭ দিন ৮ ঘণ্টায়) পৃথিবীর চারদিকে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। অন্যদিকে চাঁদ প্রতি ২৯.৫৩ দিনে (২৯ দিন ১২ ঘণ্টায়) চন্দ্ৰ কলা পূর্ণ করে অর্থাৎ একই কার্যক্রিয়া আবার ঘটে। পৃথিবী প্রতি মাসে সূর্যের চারদিকে তার নিজ কক্ষপথে প্রায় ৩০° পথ অতিক্রম করে। পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনশীল চাঁদকে তাই চন্দ্র কলা পূর্ণ করতে ৩৬০° + ৩০° = ৩৯০° পরিক্রমণ করতে হয়।

Reference: MP3 বিজ্ঞান