যোগাযোগ উপগ্রহঃ মহাশূন্যে পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ স্কোর। বাণিজ্যিক ব্যবহারের জন্য পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ ইনটেলসেট-১ (পূর্ব নাম Early Bird) । পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ : এই উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে। ল্যান্ডসেট-১ দূর অনুধাবন (Remote sensing) এর জন্য পাঠানো প্রথম উপগ্রহ। দূর অনুধাবন হলো এমন একটি যান্ত্রিক কৌশল যার মাধ্যমে কোনো লক্ষ্য বস্তু বা প্রপঞ্চের সাথে দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করা হয়। বিভিন্ন সংবেদন (Sensors) পদ্ধতি ব্যবহার করে দূর থেকে সংগৃহীত তথ্যাবলী বিশ্লেষণের মাধ্যমে কোনো এলাকা, বস্তু বা প্রপঞ্চ সম্বন্ধে বাস্তব ধারণা লাভ করা যায়।
জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহঃ এই উপগ্রহে রাখা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে। মহাশূন্য বিভিন্ন চিত্র গ্রহণের জন্য ১৯৯০ সালের ২৪ এপ্রিল হাবল টেলিস্কোপ পৃথিবীর কক্ষপথে স্থাপনের জন্য উৎক্ষেপণ করা হয়।