মহাশূন্যে পর্যটন

মহাশূন্যে পর্যটন হলো এমন একটি আধুনিক উদ্যোগ, যেখানে সাধারণ মানুষ বিনোদন এবং অভিজ্ঞতা অর্জনের জন্য মহাকাশ ভ্রমণ করে। এটি মহাকাশ গবেষণা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। মহাশূন্যে পর্যটন মূলত বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত হয়।

মহাশূন্যে পর্যটনের ইতিহাস ও অগ্রগতিঃ 

২০০১ সালে আমেরিকান ব্যবসায়ী ডেনিস টিটো প্রথম মহাকাশ পর্যটক হিসেবে রাশিয়ার সয়ুজ মহাকাশযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভ্রমণ করেন। এটি মহাশূন্যে পর্যটনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরবর্তীতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন স্পেসএক্স (SpaceX), ব্লু অরিজিন (Blue Origin) এবং ভার্জিন গ্যালাকটিক (Virgin Galactic) মহাকাশ পর্যটনের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে।

মহাকাশে প্রথম নারী পর্যটক ইরানি বংশোদ্ভূত মার্কিনি আনুশেহ আনসারি । দুইবার মহাকাশে পরিদর্শনকারী প্রথম নভোচারী ছিলেন গাস গ্রিসম।

Reference: