রাশি পরিমাপের পদ্ধতি

S.I পদ্ধতি : ১৯৬০ সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয় । এককের এই পদ্ধতিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি (International Systems of Units) বা সংক্ষেপে এস.আই (S.I)। আন্তর্জাতিক পদ্ধতিতে M.K.S পদ্ধতিকে আত্মীয়করণ করা হয়েছে। এই পদ্ধতিতে সাতটি মৌলিক রাশির জন্য সাতটি মৌলিক একক ধরা হয়েছে এবং বাকী সকল একক এক বা একাধিক মৌলিক এককের গুণফল বা ভাগফল থেকে প্রতিপাদন করা হয়েছে ।

সাতটি মৌলিক একক হলো-

দৈর্ঘ্য-- মিটার

ভর-- কিলোগ্রাম

তড়িৎ প্রবাহ-- দীপন ক্ষমতা

অ্যাম্পিয়ার-- ক্যান্ডেলা

সময়-- সেকেন্ড

পদার্থের পরিমাণ-- মোল

তাপমাত্রা-- কেলভিন

Reference: MP3 বিজ্ঞান