বল

বল (Force)

যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করে তাকে বল বলে । বল একটি ভেক্টর রাশি এবং বলের মাত্রা হলো MLT-2।

বল = ভর × ত্বরণ

বলের একক নিউটন (এস.আই পদ্ধতিতে), ডাইন (সিজিএস পদ্ধতিতে)। ১ নিউটন (N) = ১০৫ ডাইন (dyn)।

একটি রশি দ্বারা যখন নৌকার গুন টানা হয়, রশি দ্বারা নৌকার উপর প্রযুক্ত বল দুইটি উপাংশে ক্রিয়া করে। বলের একাংশ নৌকাকে সম্মুখ দিকে চালিত করে এবং অপর অংশ নৌকা নদীর পাড়ের দিকে চালিত করে। এই অবস্থায় নৌকাটি কিছুদূর এগিয়ে পাড়ে ঠাঁই নেয়ার কথা। কিন্তু নৌকার মাঝি গুন টানার সময় হাল যথাযথভাবে ঘুরায়ে পাড়ের দিকের বলের অংশকে প্রশমিত করে। ফলে সম্মুখদিকের বলের ক্রিয়ায় নৌকা সামনের দিকে মাঝ-নদী বরাবর চলে ।

  • সহসা দরজা খুলতে চাইলে দরজার কব্জার বিপরীতে বল প্রয়োগ করতে হয় ।
Reference: MP3 বিজ্ঞান