পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে । জড়তা দুই প্রকার । যথা- স্থিতি জড়তা এবং গতি জড়তা।
স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা এবং গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে গতি জড়তা বলে। জড়তার কোনো একক বা মাত্রা নেই ।
বাস্তব জগতে আমরা জড়তার অনেক অভিজ্ঞতা লাভ করে থাকি । যেমন-