কাজ

কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে প্রয়োগবিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কাজের মাত্রা সমীকরণ ML2T-2 |

কাজ= বল × বলের দিকে সরণের উপাংশ

আন্তর্জাতিক (SI) পদ্ধতিতে কাজের একক জুল। সিজিএস পদ্ধতিতে কাজের একক আৰ্গ ।

1 জুল = 107 আর্গ

Reference: MP3 বিজ্ঞান