শব্দ

শব্দ শক্তির একটি বিশেষ তরঙ্গ রূপ যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় । বস্তুর কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয় । কোনো একটি কম্পমান বস্তু বা কণা এক সেকেণ্ডে যতগুলো পূর্ণ সম্পন্ন করে, তাকে তার কম্পাঙ্ক বলে। বস্তুর কম্পন হার্টস (Hz) এককে পরিমাপ করা হয় । মানবদেহে স্বরযন্ত্র শব্দ উৎপন্ন করে ।

Reference: MP3 বিজ্ঞান