ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য ৬-৭ মিটার । ক্ষুদ্রান্ত্র তিনটি অংশে বিভক্ত। যথা- ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম ।
ডিওডেনাইঃ
এটি ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ, যেখানে পিত্তথলি ও অগ্ন্যাশয় থেকে নিঃসৃত এনজাইম এবং পিত্তরস খাদ্যের চর্বি ও অন্যান্য পুষ্টি ভাঙতে সাহায্য করে।
জেজুনামঃ
এটি ক্ষুদ্রান্ত্রের মধ্যবর্তী অংশ, যেখানে খাদ্যের ভাঙা উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, এবং লিপিডের প্রধান শোষণ ঘটে।
ইলিয়ামঃ
এটি ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ, যেখানে ভিটামিন বি₁ বি₂, পিত্তলবণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি শোষিত হয়।