বৃহদ্রান্ত্র এর দৈর্ঘ্য ২ মিটার। বৃহদান্ত্র তিনটি অংশে বিভক্ত। যথা- সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম থেকে বহিবৃদ্ধি রূপে উত্থিত, বদ্ধভাবে সমাপ্ত কনিষ্ঠ আঙ্গুলের ন্যায় সরু থলের নাম অ্যাপেনডিক্স (Appendix)। অ্যাপেনডিক্স থাকে তলপেটে ডানদিকে। লম্বায় এটি ২ - ২০ সেমি. পর্যন্ত হতে পারে। অ্যাপেনডিক্সের প্রদাহকে অ্যাপেনডিসাইটস (Appendicitis) বলে ।
বৃহদ্রান্ত্রের প্রধান অংশগুলোঃ
সিকাম (Caecum):
বৃহদান্ত্রের প্রথম অংশ, যেখানে ক্ষুদ্রান্ত্রের আইলিয়াম যুক্ত হয়।
কোলন (Colon):
বৃহদান্ত্রের সবচেয়ে বড় অংশ, যা চারটি ভাগে বিভক্তঃ
রেকটামঃ
এটি বৃহদান্ত্রের শেষ অংশ, যেখানে মল জমা হয়।
মলদ্বার (Anus):
মলদ্বার মলের নির্গমনের পথ।