যকৃত

মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থির হল যকৃত (Liver)। যকৃতের প্রদাহকে হেপাটাইটিস (Hepatitis)বলে। যকৃতের প্রদাহের জন্য দায়ী হেপাটাইটিস ভাইরাস। এই ভাইরাস পাঁচ ধরনের। Hepatitis A, B, C, D, E Iহেপাটাইটিস ভাইরাস যকৃতের প্রদাহের জন্য দায়ী। Hepatitis Virus পাঁচ ধরনের। যথা- Hepatitis A, B, C, D, E . 

Hepatitis A, C, D E RNA Virus কিন্তু Hepatitis B DNA Virus, Hepatitis B ও D যৌন এবং রক্তের মাধ্যমে সংক্রমিত হয়। Hepatitis A, E দূষিত খাবার এবং পানির মাধ্যমে সংক্রমিত হয়। রক্তের লোহিত কণিকা যকৃতে ধ্বংসপ্রাপ্ত হলে বিলিরুবিন উৎপন্ন হয়। যকৃতে বিলিরুবিনের কনজুগেশন হয়। যকৃতে প্রদাহ হলে বিলিরুবিনের কনজুগেশন বাধাগ্রস্থ হয়। ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়।  একে জন্ডিস বলে। জন্ডিস কোনো রোগ নয় এটি রোগের উপসর্গ মাত্র। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২-০.৮ মি.গ্রা./ডেসিলিটার। পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন । হেপাটাইটিস বি তে নবজাতকেরা মায়ের মাধ্যমে আক্রান্ত হতে পারে। এজন্য মায়ের রক্তে হেপাটাইটিস-বি ভাইরাস থাকলে নবজাতকের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হয়।

Reference: MP3 বিজ্ঞান