নিষেক

নিষেক হলো প্রজনন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু মিলিত হয়। এ প্রক্রিয়া সাধারণত নারীর ডিম্বনালীতে ঘটে এবং এর ফলে জাইগোট তৈরি হয়। জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়।

Reference: