বিশেষ ধরনের যোজক কলা বা টিস্যু নির্মিত অস্থি ও তরুনাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করে, দেহের ভার বহন করে এবং পেশী সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে।
কঙ্কালের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার (উরুর অস্থি)। মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখণ্ডককে কশেরুকা বলে। প্যাটেল হাঁটুতে অবস্থিত একটি ত্রিকোণকৃতি অস্থি। মানুষের চলনে পেশি এবং অস্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানবদেহে কঙ্কালতন্ত্রের কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে পেশীতন্ত্র থাকে ।
টেন্ডনঃ পেশীকে অস্থির সাথে দিয়ে যুক্ত রাখে।
লিগামেন্টঃ এক অস্থিকে অন্য অস্থির সাথে সংযুক্ত রাখে।
কঙ্কালতন্ত্র- হাড়ের সংখ্যা
করোটি- ২২
মেরুদণ্ড- ৩৩
বক্ষপিঞ্জর- ২৫
উর্দ্ধাঙ্গ- ৬৪
নিম্নাঙ্গ- ৬২
মোট- ২০৬