অর্কিডঃ
সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী। তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। অর্কিডের বীজে কোন সঞ্চিত খাদ্য থাকে না । বেসিডিওমাইসটিস ছত্রাকের সাথে এক প্রকার মিথোজীবী সম্পর্ক স্থাপন করতে পারে যেসব বীজ এরাই কেবল ছত্রাকের মাধ্যমে খাদ্য গ্রহণ করে অংকুরিত হতে পারে।
কচুরিপানাঃ
কচুরীপানাসহ অধিকাংশ জলজ উদ্ভিদের কাণ্ড ফাঁপা। এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে। তাই এরা সহজে পানিতে ভাসে। উনিশ শতকের শেষার্ধে জনৈক পর্যটক কচুরিপানার অর্কিডসদৃশ ফুলে মুগ্ধ হয়ে ব্রাজিল থেকে এ উদ্ভিদ বাংলাদেশে আনেন ৷