নগ্নবীজী উদ্ভিদ

যে সকল সপুষ্পক উদ্ভিদের বীজ হয় কিন্তু ফল হয় না তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। এদের ফুলের ডিম্বাশয় (গর্ভাশয়) না থাকায় ডিম্বক নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। যেমন- সাইকাস (Cycus), পাইনাস (Pinus), নিটাম (Gnetum) ইত্যাদি।

Reference: MP3 বিজ্ঞান