ব্যাপন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। এটি চলতে থাকে যতক্ষণ না উভয় স্থানে অণুগুলোর ঘনত্ব সমান হয়। অণুগুলোর গতিশক্তি দ্বারা সৃষ্ট এক ধরনের চাপের কারণে এই প্রক্রিয়া ঘটে, যা ব্যাপন চাপ নামে পরিচিত। ব্যাপন প্রধানত তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দ্রুত হয়। উদাহরণস্বরূপ, ঘরে সেন্ট বা আতর ছড়ালে তার সুবাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ব্যাপনের বৈশিষ্ট্য:
উদাহরণঃ
উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলিতে ব্যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন:
বায়ুমন্ডলের চাপ, মাধ্যমের ঘনত্ব, তাপমাত্রা ইত্যাদি ব্যাপনের গতিনিয়ন্ত্রণকারী প্রভাবক হিসেবে কাজ করে।