সংক্রামক রোগ

(ক) খাদ্য ও পানিবাহিত । আমাশয় (Amoebiasis), কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড,পোলিও, হেপাটাইটিস এ, ই প্রভৃতি।

(খ) বায়ুবাহিত : হাম, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, জল বসন্ত, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, হুপিংকাশি, মেনিনজাইটিস, মাম্পস, সার্স প্রভৃতি।

(গ) পতঙ্গবাহিত : যে সকল পতঙ্গ অন্য একটি জীবের দেহে জীবাণু সংক্রমণ ঘটায়, তাদেরকে ভেক্টর বলে। যেমন- মশা, মাছি, উকুন প্রভৃতি।

এডিস মশা (Aedes aegypti)----ডেঙ্গু জ্বর, জিকা জ্বর, পীত জ্বর (Yellow Fever) চিকুনগুনিয়া

অ্যানোফিলিস মশা ----------- ম্যালেরিয়া

কিউলেক্স মশা------------------ ফাইলেরিয়া (গোদ), West Nile fever,Japanese encephalitis

Sand fly ------------------------ কালাজ্বর

 

(ঘ) জুনোটিক রোগ : প্রাণিদেহ থেকে মানবদেহে রোগ সংক্রামিত হয়। পোষক যে সকল রোগ ছড়ায়

ইঁদুর -------------------------------- প্লেগ

হাঁস, মুরগী, কবুতর, পাখি ------------ বার্ড ফু

বাদুড় ------------------------------ নিপাহ, ইবোলা

বানর ------------------------------- ইবোলা

শুকর ------------------------------ সোয়াইন

কুকুর, বিড়াল, শিয়াল ---------------- জলাতঙ্ক

 

ছোঁয়াচে : স্ক্যাবিস, কুষ্ঠ, হার্পিস প্রভৃতি।

যৌন সংস্পর্শ : এইডস, হেপাটাইটিস বি, সি, গনোরিয়া, সিফিলিস প্রভৃতি।

রক্ত : এইডস, হেপাটাইটিস বি, সি প্রভৃতি

 

Reference: MP3 বিজ্ঞান