নিউক্লিক এসিড

নিউক্লিওটাইডের পলিমারকে নিউক্লিক এসিড বলে। নিউক্লিক এসিড দুই ধরনের। যথা- DNA

(De-oxiribo nucleic Acid) এবং RNA (Ribonucleic Acid) ।

  • নিউক্লিওটাইড : নিউক্লিক এসিড এর মনোমার। যেমন: ATP, ADP, AMP, GTP ইত্যাদি।

নিউক্লিওটাইড-- নাইট্রোজেন বেস + পেন্টোজ সুগার + ফসফেট গ্রুপ

নিউক্লিওসাইড--- নাইট্রোজেন বেস + পেন্টোজ সুগার

 

  • নাইট্রোজেন বেস প্রধানত দুই ধরনের যথা :

 

পিউরিন বেস -------------------- অ্যাডিনিন, গুয়ানিন

পাইরিমিডিন বেস ---------------- সাইটোসিন, থাইমিন, ইউরাসিল

 

Reference: MP3 বিজ্ঞান