জেনেটিক কোড

জিন সাধারণত প্রোটিন তৈরির মাধ্যমে তাদের প্রকাশ ঘটায়। জিনের নিউক্লিওটাইডের পরস্পরা অনুযায়ী জীবকোষ অ্যামাইনো এসিড তৈরি করে। অ্যামাইনো এসিড থেকে প্রোটিন উৎপন্ন হয়। প্রোটিনে অ্যামাইনো এসিডের ক্রম আর জিনে নিউক্লিওটাইডের ক্রম অভিন্ন রকম হয়ে থাকে। নিউক্লিওটাইডের ক্রম আর অ্যামাইনো এসিডের ক্রমের এই সম্পর্কে জেনেটিক কোড বলে। ড. হর গোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেন।

Reference: MP3 বিজ্ঞান