টিস্যু কালচার

টিস্যু কালচার হলো এমন একটি আধুনিক কৃষি প্রযুক্তি, যেখানে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ বা টিস্যু (যেমন- কুঁড়ি, কচিপাতা, ডাল, ক্ষমুকুল) জীবাণুমুক্ত পরিবেশে একটি পুষ্টিকর এবং নিয়ন্ত্রিত মাধ্যম (মিডিয়া) ব্যবহার করে আবাদ করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে ছোট একটি টিস্যু থেকে সম্পূর্ণ নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব। টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের দ্রুত বৃদ্ধি, রোগমুক্ত চারা উৎপাদন, এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ উৎপাদন সম্ভব হয়।

টিস্যু কালচারের প্রাথমিক উদ্দেশ্যঃ

  • উদ্ভিদের নতুন চারা দ্রুত উৎপাদন।
  • রোগমুক্ত এবং উচ্চফলনশীল উদ্ভিদ তৈরি।
  • বিপন্ন প্রজাতির উদ্ভিদের সংরক্ষণ।
  • একক বৈশিষ্ট্যের (জেনেটিক্যালি একসম) উদ্ভিদ উৎপাদন।
Reference: