ডিজিটাল কম্পিউটার

ডিজিটাল (Digital) কম্পিউটার

  • ডিজিটাল কম্পিউটার (০) এবং (১) এ দুটি প্রতীক দিয়ে সব ধরনের প্রক্রিয়াকরণের কাজ করে।
  • ফলাফল আউটপুট ডিভাইস বা মনিটরে প্রদর্শিত হয়।
  • আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করি সেগুলোর বেশিরভাগই ডিজিটাল কম্পিউটার।
  • প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম: ABC (Atanasoff Berry Computer)
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি