যে কোন সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রুপান্তর

যে কোন সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর:

  • বাইনারি/অক্টাল/হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:
    • ধাপ-১: প্রদত্ত সংখ্যাটির বেজ শনাক্ত করে সংখ্যাটির অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে।
    • ধাপ-২: সংখ্যার অর্ন্তগত প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে।
    • ধাপ-৩: গুণফল গুলোর যোগফলই হবে সমতুল্য দশমিক সংখ্যা।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি