বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যার পারস্পরিক রূপান্তর
- বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এগুলো ২ এর গুণিতক।
- শূন্য সহ ১ থেকে ৭ পর্যন্ত অক্টাল সংখ্যাকে ৩ (তিন) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কাজেই অক্টাল সংখ্যা পদ্ধতি ও বাইনারি সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তরের জন্য ৩ (তিন) বিটের বাইনারি সংখ্যা বিবেচনা করতে হবে।
- শূন্য সহ ১ থেকে ৮ পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যাকে ৪ (চার) বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। কাজেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ও বাইনারি সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের জন্য ৪ (চার) বিটের বাইনারি সংখ্যা বিবেচনা করতে হবে।
- হেক্সাডেসিমেল হতে অক্টাল পদ্ধতিতে সরাসরি রূপান্তর করা যায় না। হেক্সাডেসিমেল ও অক্টাল পদ্ধতির পারস্পরিক রূপান্তরের জন্য বাইনারি অথবা দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যস্থতা প্রয়োজন হয়।