বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর
- বাইনারি সংখ্যার চারটি বিট নিয়ে ডান দিক থেকে বামে ছোট ছোট ভাগ করা হয়। শেষ বাম দিকের ভাগে চারের কম বিট থাকলে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে দেওয়া হয়। এভাবে গ্রুপ সম্পন্ন হওয়ার পরে প্রতিটি গ্রুপকে এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যার মান বসালে বাইনারি সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমেল মান পাওয়া যায়।
- ভগ্নাংশের ক্ষেত্রে, বাইনারি বিন্দুতে ডান দিক থেকে চারটি বিট নিয়ে ছোট ছোট ভাগ করা হয়। শেষের ডানদিকের ভাগে খালি জায়গা থাকলে ডানে প্রয়োজনীয় শূন্য দিতে পূর্ণ করতে হবে।