উত্তেজনা প্রশমন বা দাঁতাত (Detente)
কিউবা সংকটকে কেন্দ্র করে দুই পরাশক্তির মধ্যে নতুন সম্পর্কের উদ্ভব হয়ে। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে একটি 'হট লাইন' স্থাপিত হয়। দুই পরাশক্তি তাদের মধ্যকার উত্তেজনা প্রশমন এবং অস্ত্র প্রতিযোগিতা হ্রাসে সম্মত হয়। ইতিহাসে উভয় পরাশক্তির মাঝে এ উত্তেজনা প্রশমন অবস্থাকে দাঁতাত বলা হয়। দুই পরাশক্তি ১৯৬৭ সালে শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহার সংক্রান্ত মহাশূন্য চুক্তি (Outer Space Treaty) তে স্বাক্ষর করে। দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চুক্তি (Anti-Ballistic Missile Treaty - ABMT) স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে। কৌশলগত অস্ত্রবিস্তার রোধকল্পে দুই পরাশক্তি ১৯৭২ সালে SALT (Strategic Arms Limitation Talks) 1 এবং ১৯৭৯ সালে SALT 2 চুক্তি স্বাক্ষর করে। এখানে উল্লেখ করা প্রয়োজন, মার্কিন সিনেট SALT-II চুক্তিটি অনুমোদন করেনি এবং স্নায়ুযুদ্ধের অবসানের পর ২০০২ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ABMT চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। পশ্চিমা ও কমুউনিস্ট ব্লকের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ১৯৭৫ সালে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সম্মেলনে (Conference on Security and Co-operation in Europe - CSCE) 'হেলসিংকি ঘোষণাপত্র' গৃহীত হয়। এতে ৩৫ টি দেশ (আলবেনিয়া ব্যতীত ইউরোপের সকল দেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডা) স্বাক্ষর করে।