১৯৮৯ এর বিপ্লব

১৯৮৯ এর বিপ্লব: গর্বাচেভ ছিলেন 'অভিন্ন ইউরোপীয় বাসভূমি' মতবাদের প্রবক্তা। তিনি পূর্ব বা পশ্চিম ইউরোপ বলতে অর্থাৎ ইউরোপকে ভাগ করতে চান নি। তিনি ইউরোপের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার স্বার্থে এক ইউরোপ চেয়েছিলেন। ১৯৮৯ সালে পোল্যান্ডের নির্বাচনের পর সংঘাত শুরু হলে গর্বাচেভ ঘোষণা করেন, সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। ফলে পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র বিরোধীশক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পায়। এদেরকে ইন্ধন দেয় পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব। শান্তিপূর্ণ 'মখমল বিপ্লব' (Velvet Revolution) এর মাধ্যমে চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট শাসক গুস্তাভ হুসাকের ২০ বছরের শাসনের অবসান ঘটে। এই বিপ্লব ছড়িয়ে পড়ে পূর্ব ইউরোপের প্রতিটি দেশে। রক্তপাতহীন শান্তিপূর্ণ অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক একদলীয় সরকারগুলোর পতন ঘটতে থাকে। অবসান ঘটে পূর্ব জার্মানির ১৩ বছরের শাসক এরিক হোনকারের, ২২ বছরের রুমানিয়ার শাসক নিকোলাস চসেস্কুর, ৪৩ বছরের হাঙ্গেরির শাসক ইয়ানুস কাদার এবং ৪৫ বছরের বুলগেরিয়ার সিভকভের। এরা ছিলেন স্বস্ব দেশের কমিউনিস্ট পার্টির প্রধান। ১৯৮৯ সালের ৯ নভেম্বর পতন ঘটে জার্মানির বিভেদ প্রাচীরের, যে প্রাচীর দীর্ঘ ২৮ বছর জার্মান নাগরিকদের পূর্ব ও পশ্চিমে তথা সমাজতন্ত্র ও পুঁজিবাদের নামে পৃথক করে রেখেছিল। ১৯৯০ সালের ৩ অক্টোবর (মধ্যরাতে) দুই জার্মানি একীভূত হয়। ১৯৯১ সালে ওয়ারশ প্যাক্ট এবং কমেকন এর পতন ঘটে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক