সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি

সোভিয়েত ইউনিয়ন এর বিলুপ্তি: সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভ দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সামাল দিতে ব্যর্থ হন১৯৯১ সালে ১৫ টি সোভিয়েত প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে পৃথক রাষ্ট্র গঠন করে। ৮ ডিসেম্বর, ১৯৯১ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো Commonwealth of Independent States (CIS) গঠন করে। বেলারুশের রাজধানী মিনস্কে এর সদর দপ্তর স্থাপিত হয়। ২৬ ডিসেম্বর, ১৯৯১ সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি ঘোষণা করা হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয়। 

সোভিয়েত প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা
জর্জিয়া৯ এপ্রিল, ১৯৯১
ইউক্রেন২৪ আগস্ট, ১৯৯১
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক