বায়োমেট্রিক্স প্রযুক্তি
✓ গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং ‘bio’ অর্থ জীবন, এ দুটি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
✓ বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
✓ বায়োমেট্রিক্স প্রযুক্তি মৃতদেহ শনাক্তকরণে, পিতা-মাতার পরিচয় নির্ণয়ে, অপরাধী শনাক্তকরণে, স্মার্ট কার্ড, পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনে ব্যবহার হয়।
✓ দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
✓ আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
✓ Applied Artificial Intelligence (AI) প্রযুক্তি Face recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে।
✓ Face Recognition System পদ্ধতিতে মানুষের মুখের জ্যামিতিক আকার ও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়।