যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার

যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার

  • ভি-স্যাট (VSAT = Very Small Aperture Terminal) হলো খুব ছোট আকারের সংযোগ যন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহ কেন্দ্র হিসেবে কাজ করে। ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য VSAT ব্যবহার করা হয়।
  • ইন্টারনেট টেকনোলজি এবং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভয়েস, ডেটা এবং ভিডিও আদান-প্রদান করার পদ্ধতিকে VoIP (Voice over Internet Protocol) টেকনোলজি বলে।
  • VoIP তে ব্যবহৃত প্রোটোকলগুলোর মধ্যে H.323 উল্লেখযোগ্য।
  • ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং।
  • টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। যেমন: Skype, Facebook, Tango, Viber, Yahoo Messenger ইত্যাদির মাধ্যমে Video conferencing করা যায়।
Reference: