ওয়েবপেইজ

ওয়েবপেইজ (Webpage)

  • ওয়েবপেইজ হলো ওয়েবে যেকোনো তথ্য (লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, এনিমেশন ইত্যাদি) পরিবেশনকারী পেইজ।
  • ওয়েবপেইজ প্রদর্শন করা হয় ব্রাউজারের মাধ্যমে।
  • ওয়েবসাইটের প্রথম পেইজকে Homepage বলে। 
  • একটি ওয়েবপেইজের একটি অংশের সাথে বা অন্য কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করাকে হাইপারলিঙ্ক বলে।
  • 404 Error হলো একটি ওয়েব সাইটের কমন মেসেজ যেটা নির্দেশ করে ওয়েব পেজটি পাওয়া যায় নি।
Reference: